Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে সাংবাদিক আনোয়ারের উপর হামলার ঘটনায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের নিন্দা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

ফেনীতে সাংবাদিক আনোয়ারের উপর হামলার ঘটনায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের নিন্দা

July 11, 2023 11:23:10 AM   জেলা প্রতিনিধি
ফেনীতে সাংবাদিক আনোয়ারের উপর হামলার ঘটনায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের নিন্দা

ফেনীতে সাংবাদিক আনোয়ার হোসেনের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন। এর আগে গত মঙ্গলবার (২৭ জুন ২০২৩) সাংবাদিক আনোয়ার হোসেন পেশাগত দায়িত্ব পালনে ফেনী জেনারেল হাসপাতালে যাওয়ার পথে তার উপর হামলার ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন জাতীয় দৈনিক দেশেরপত্রের ফেনী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি ফেনীর স্থানীয় দৈনিক স্থানীয় দৈনিক ফেনীর তালাশে এডিটর রিপ্রেজেন্টেটিভ ও সিবিসি বাংলার ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

স্থানীয় ও তার সহকর্মী সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে সংবাদ সংগ্রহের কাজে মোটরসাইকেল যোগে ফেনী জেনারেল হাসপাতালে যাওয়ার পথে সদর হাসপাতাল মোড়ের একরাম চত্বরে কিছু যুবক হঠাৎ তার গতিরোধ করে বাগবিতণ্ডা শুরু করে। এ সময়  অজ্ঞাত ১০-১২ জন যুবক একটি হাইস মাইক্রোযোগে এসে উপর্যুপুরি  মারধর করে তার মোবাইলের সব তথ্য ডিলিট করার উদ্দ্যেশে মোবাইল ফরমেট করে দেয়। এ সময় সন্ত্রাসীরা পকেটে থাকা নগদ টাকা-পয়সা নিয়ে যায়। যাওয়ার পথে বেশি সাংবাদিকতা দেখাইলে প্রাণে শেষ করে দেওয়ার হুমকিও দেয় তারা। খবর পেয়ে গুরুত্বর আহত অবস্থায় আনোয়ারকে সহকর্মীরা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা দেন।

এদিকে বিষয়টি নিয়ে জেলার সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)  ফেনী জেলা শাখার সভাপতি এম সাঈদ খান ও সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া। এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

এ ঘটনায় পরে ফেনী মডেল থানায় আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, আসামীদের গ্রেফতারে পুলিশের একটি টিম কাজ করতেছে। অতি দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে।