
ফেনী মডেল থানা পুলিশ ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। রোববার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ নভেম্বর) সকালে ফেনী মডেল থানার বোগদাদিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মো. সিরাজুল হক চৌধুরীর নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালায়। অভিযানে তিশা প্লাটিনাম বাস (রেজিঃ নং- ঢাকা মেট্রো ব-১৫-৮৯৯৩) তল্লাশি করে এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এসআই সিরাজুল জানান, ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটি থামানো হয়। তল্লাশির সময় সন্দেহভাজন যাত্রীর কাছে স্বর্ণের বার থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। তার পায়ের জুতার ভেতর বিশেষ পদ্ধতিতে রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ৫টি বারের গায়ে লেখা অনুযায়ী এগুলো দুবাই থেকে নিয়ে আসা। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।