
ফেনীর নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএমইউজে ফেনী জেলার সভাপতি এম এ সাঈদ খান, সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, সহ-সভাপতি এম এ দেওয়ানী ও ফারুক সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ওমর ফারুক ভূঁইয়া, আতিকুর রহমান রোজেন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফুল হাসান টুটুল, কোষাধ্যক্ষ ওবায়দুল হক, সহ-কোষাধ্য আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক গাজিউল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফতাব মোমিন, প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু, নির্বাহী সদস্য মিজানুর রহমান পলাশ, আর এ জাবেদ, ডা. কামাল উদ্দিন প্রমুখ।
সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, তাদের চ্যালেঞ্জ, এবং স্থানীয় প্রশাসনের সাথে আরও সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের সঠিক ও গঠনমূলক তথ্যপ্রকাশে উৎসাহ দেন এবং প্রশাসনের সহায়তার আশ্বাস প্রদান করেন।