Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ফের নাশকতা করতে শাজাহানপুরে অপরাধীরা সংগঠিত হচ্ছে : ছান্নু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফের নাশকতা করতে শাজাহানপুরে অপরাধীরা সংগঠিত হচ্ছে : ছান্নু

September 28, 2023 01:30:59 PM   জেলা প্রতিনিধি
ফের নাশকতা করতে শাজাহানপুরে অপরাধীরা সংগঠিত হচ্ছে : ছান্নু

বগুড়া সংবাদদাতা:
শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেছেন, ২০১৪ সালের মতো ফের বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারা, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, বসতাড়িতে তান্ডব চালিয়ে জানমালের ক্ষতি করতে শাজাহানপুরে অপরাধীরা সংগঠিত হচ্ছে। তারা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত একটানা নাশকতার পরিকল্পনা আটছে।

তিনি আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্বাধীনতা বিরোধীদের সাথে যুক্ত হয়েছে বিশ্বের কতিপয় প্রভাবশালী দেশ। তাই শাজাহানপুরবাসির জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজকে সজাগ থাকতে হবে।

বুধবার ২৭ সেপ্টেম্বর সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  ছান্নু।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে শাজাহানপুরে কেপিআই স্থাপনা সমূহের নিরাপত্তা জোরদার করতে হবে। বিশেষ করে বিদ্যুৎ ষ্টেশনের দিকে সকলকেই সতর্ক দৃষ্টি রাখতে হবে।

অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, শাজাহনপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ প্রমুখ।