
আরিফুল ইসলাম:
ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি- বার্ষিক সম্মেলনের মাধ্যমে জেলা মৎস্যজীবীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ফরিদ মিয়া। প্রথমে জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরে নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়।
কাজী আব্দুস সোবহান এর সভাপতিত্বে ও ফরিদ মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।
সম্মেলনের শুভ উদ্বোধন করেন আওয়ামী মৎস্যজীবীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবিলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, আওয়ামী মৎস্যজীবিলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জী, যুগ্ন- সাধারণ সম্পাদক ঝর্না হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, জেলা শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ জামাল হোসেন মিয়া, কেন্দ্রীয় মৎস্য জীবিলীগের সহ-সভাপতি আতিকুর রহমান খান নান্নু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমানসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতা কর্মি উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে শনিবার (২৭ মে) বেলা ১১টায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে শুরু হয় এবং সম্মেলনের ২য় অধিবেসনে নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়। নতুন সভাপতি ও সম্পাদক কে দ্রুততম সময়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা বলা হয়। নব নির্বাচিত কমিটি কে বিভিন্ন সামাজিক ও রানৈতিক সংঘটনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।