
সংবাদদাতা:
ফরিদপুরের বোয়ালমারীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুই কিশোরকে কুপিয়ে জখম করা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার এর নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চালিনগর গ্রামস্থ এলাকা থেকে এদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালমারী উপজেলার চালিনগর গ্রামের জামিল মোল্লার ছেলে শাকিল মোল্লা (১৮) ও মোঃ আাকাশ মোল্লা (২২)।
এরআগে গত ১৫ এপ্রিল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ সংলগ্ন গুয়োতলার মেলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো- বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সিফাত শেখ (১৬) ও নিয়ামুল ইসলাম নাঈম (১৫)।
জানা যায়, সম্প্রতি একটি সংঘর্ষকে কেন্দ্র করে উপজেলার চালিনগর গ্রামের আরাফাত রহমানের সঙ্গে আহত নিয়ামুল ও সিফাতের দ্বন্দ্ব চলছিল। এর জেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছুদিন ধরে একে অপরকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়ে আসছিল। তবে গত বৃহস্পতিবার এমডি হৃদয় নামে একটি ফেসবুক আইডি থেকে নিয়ামুল, সিফাত ও তাদের এক বন্ধুকে লালবৃত্তে চিহ্নিত করে একটি স্ট্যাটাস দেওয়া হয়। এর দুই দিন পর হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান, আহতরা বাংলা নববর্ষ উপলক্ষ্যে গুয়োতলার মেলা দেখে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফিরছিল। এ সময় কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ গেটের কাছে পৌঁছলে আরাফাত, মামুন, মিরাজ, হৃদয়ের নেতৃত্বে ২০-২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় নিয়ামুল এবং সিফাত মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।