Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ফরিদপুরে আ.লীগের বিরুদ্ধে বিএনপির প্লাকার্ড ভেঙ্গে ফেলার অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফরিদপুরে আ.লীগের বিরুদ্ধে বিএনপির প্লাকার্ড ভেঙ্গে ফেলার অভিযোগ

March 08, 2025 10:12:23 PM   উপজেলা প্রতিনিধি
ফরিদপুরে  আ.লীগের বিরুদ্ধে বিএনপির প্লাকার্ড ভেঙ্গে ফেলার অভিযোগ

ফরিদপুরে বিএনপির প্লাকার্ড ভেঙে ফেলার অভিযোগ করেছেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ফরিদপুর জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিএস ফুয়াদের ব্যবসায়িক পার্টনার ওমর খানের নাম উঠে এসেছে।

অভিযোগে বলা হয়, ফরিদপুর সদর উপজেলার প্রাণকেন্দ্র পূর্ব খাবাসপুর মোড়ে ইজি এবং আড়ংয়ের শোরুমের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লাগানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড ভেঙে ফেলা হয়। ৭ মার্চ শুক্রবার রাত ১০টার দিকে, কয়েকজন লোক নিয়ে ওমর খান প্লাকার্ডটি ভেঙে ফেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওমর খান পূর্বেও বিভিন্ন সময় বিএনপির পোস্টার ও প্লাকার্ড ভাঙচুর করেছেন। জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “পতিত আওয়ামী সরকার ক্ষমতায় আসার পূর্বে ওমর একজন সাধারণ দর্জি শ্রমিক ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এর সহায়তায় ফুলে ফেপে উঠে তার সম্পদের পরিমাণ। বর্তমানে সে ফরিদপুরের একজন ধনাঢ্য ব্যবসায়ী।”

অভিযুক্ত ওমরের কাছে ফোনে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ দিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দিনভর আলোচনা চলে। অনেকেই মনে করেন, প্লাকার্ডগুলো অনেক আগেই টানানো হয়েছে, তাহলে কেন ৭ মার্চ এই প্লাকার্ড ভাঙতে হবে? অনেকের মতে, এটি সম্ভবত ফরিদপুরে আওয়ামী লীগ এখনও সক্রিয় থাকার সংকেত দেয়ার একটি প্রয়াস হতে পারে।