Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ফ‌রিদপুর-২ আস‌নে আ‌লোচনায় আ.লীগ নেতা আতমা হালিম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফ‌রিদপুর-২ আস‌নে আ‌লোচনায় আ.লীগ নেতা আতমা হালিম

June 24, 2023 05:32:36 PM   উপজেলা প্রতিনিধি
ফ‌রিদপুর-২ আস‌নে আ‌লোচনায় আ.লীগ নেতা  আতমা হালিম

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
১২তম আসন্ন সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়‌ছে। সংসদ নির্বাচনকে সাম‌নে রে‌খে তোড় জোড়, প্রচার প্রচারণা শুরু ক‌রে‌ছেন অ‌নে‌কেই। দলীয় ম‌নোনয়ন পে‌তে  নেতা- কর্মী‌দের সা‌থে নি‌য়ে কেন্দ্র থে‌কে শুরু ক‌রে সর্বত্রই চল‌ছে দৌড় ঝাপ। ত‌বে ফ‌রিদপুর-২ আস‌নে সব কিছু ছা‌পি‌য়ে চা‌য়ের স্টল থে‌কে হাট-বাজার, শ‌পিংমল সব জায়গা‌তে আ‌লোচনায় আ‌ছেন বি‌শিষ্ট আওয়ামী লীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, বঙ্গবন্ধু সেনা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফ‌রিদপুর জেলা আওয়ামীলী‌গের উপ‌দেষ্টা সদস‌্য মেজর (অবঃ) আতমা হালিম (দুলু)।

মেজর আতমা হালিম অত্র আসনের একজন নি‌বে‌দিতপ্রাণ আওয়ামী লীগ নেতা ও সর্বস্তরের মানুষের প্রিয়জন। শুধুমাত্র আওয়ামীলী‌গের রাজনী‌তি করার কার‌ণেই বি‌ভিন্ন সম‌য়ে হামলা-মামলার শিকারও হতে হ‌য়ে‌ছে তাকে ও সহোদরদেরও। দলের সভাপ‌তি শেখ হা‌সিনার নেতৃ‌ত্ব ও নির্দেশা অনুস্মরণে সবসময় আ‌ন্দোলন- সংগ্রামে, জাতীয় ও দলীয় কার্যক্রমে নেতা-কর্মী ও সাধারণমানুষকে সাথে নিয়ে নি‌জে‌কে নি‌য়ো‌জিত রে‌খে‌ছেন। বি‌ভিন্ন সম‌য়ে দে‌শের দূ‌র্ভোগ, দূ‌র্যোগ ও ক‌রোনাকা‌লিন সম‌য়ে ফ‌দিরপুর সহ বি‌ভিন্ন এলাকায় অসহায় হতদ‌রিদ্র মানুষ‌র সাহায্য  স‌হযো‌গিতায় নিয়োজিত রয়েছেন। রাজনী‌তির বাই‌রে একজন সৎ ও প‌রোপকারী মানুষ মেজর (অবঃ) আতমা হা‌লিম।

মেজর (অবঃ) আতমা হা‌লিম একজন  ক্লিনইমেজের মানুষ হওয়ায় এলাকার সাধারণ ভোটার থে‌কে শুরু ক‌রে সব শ্রেণী পেশার মানু‌ষের কা‌ছে একজন জন‌প্রিয় ব্যক্তিত্ব। সালথা-নগরকান্দা এলাকায় প্রায় সময় রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতা, গ্রুপিং থাক‌লেও মেজর (অবঃ) আতমা হা‌লিম এই অ‌স্থিরতা বা স্হানীয় আধিপত্যের রাজনীতি এ‌ড়ি‌য়ে চ‌লেন। তি‌নি স‌হিংসু রাজনী‌তি পছন্দ ক‌রেন না। ভালবাসা ও সাহায‌্য সহ‌যো‌গিতার মাধ‌্যমে তি‌নি মানু‌ষের ম‌নে জায়গা ক‌রে নি‌য়ে‌ছেন। ভালবাসা দ্বারা সংঘাত নিরসনে তিনি বিশ্বাসী।এসব গুনাবলীতেই তি‌নি র‌য়ে‌ছেন সবার উপ‌রে।

প্রয়াত সংসদ উপ‌নেতা সৈয়দা সা‌জেদা চৌধুরীর এই আস‌নে বর্তমা‌নে রাজনী‌তির নতুন মেরুকরণ শুরু হ‌য়ে‌ছে। এই রাজ‌নৈ‌তিক মেরুকরণে মেজর (অবঃ) আতমা হা‌লিম সবাই‌কে ছা‌পি‌য়ে এ‌গি‌য়ে চ‌লে‌ছেন দুর্বার। নির্বাচন যতই নিক‌টে আসছে তি‌নিও ততই এ‌গি‌য়ে চ‌লে‌ছেন। সবসময় অসহায় নেতাকর্মী ও সাধারণ মানুষ‌ের পাশে পাওয়া যায় তাকে। খোলামেলা, হাসিখুশি স্বভাবের মানুষ হওয়ায় তরুণ শ্রেনির ভোটার‌দের ম‌নেও জায়গা ক‌রে নি‌য়ে‌ছেন তি‌নি। তাই আসন্ন নির্বাচন‌কে সাম‌নে রেখে মেজর (অবঃ) আতমা হা‌লিম যে বেশ আ‌লোচনায় ও শক্ত অবস্হানে র‌য়ে‌ছেন তা সালথা-নগরকান্দার (ফরিদপুর-২) সর্বস্তরের মানু‌ষের সাথে কথা ব‌লে জানা যায়। তাদের আরও ধারনা, স্হানীয় বিএনপিকে চ্যালেন্জ করে আওয়ামীলীগের এ আসন ধরে রাখতে মেজর (অবঃ) আতমা হালিমের বিকল্প নাই।

আসন্ন সংসদ নির্বাচ‌নে দলীয় ম‌নোনয়ন ও বর্তমান রাজনী‌তি নি‌য়ে ফরিদপুর-২ আসনের  সকল শ্রেণীপেশার ভোটারদের পছন্দের ক্লিনইমেজের আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম (দুলু) ব‌লেন, আ‌মি জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবর রর্হমানের আদর্শ ও শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে রাজনী‌তি ক‌রি। নগরকান্দা ও সালথার সাধারণ মানু‌ষের ভালবাসা আমার পথ চলার অনু‌প্রেরণা। আ‌সন্ন সংসদ নির্বাচ‌নে ফ‌রিদপুর-২ এর আওয়ামীলী‌গের নেতা-কর্মী ও সাধারণ মানু‌ষের কথা চিন্তা ক‌রে আ‌মি আওয়ামীলী‌গের ম‌নোনয়ন প্রত‌্যাশী। বঙ্গবন্ধু কন‌্যা আমা‌কে দলীয় নৌকা প্রতিকে মনোনয়ন দান করলে আ‌মিও এই আসন‌টি মাননীয় নেত্রীকে উপহার ‌দিতে পারবো বলে শতভাগ বিশ্বাসী।

তি‌নি আরও ব‌লেন, মু‌জিব আদর্শ‌কে সাম‌নে রে‌খে মা মা‌টি মানু‌ষের নেত্রী, গণত‌ন্ত্রের মানসকন‌্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তি‌শালী কর‌তে কাজ করছি এবংআজীবন কাজ ক‌রে যাব। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হা‌সিনার ডি‌জিটাল বাংলা‌দেশ এবং স্মার্ট বাংলা‌দেশ বি‌নির্মা‌নে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে কাজ ক‌রে যে‌তে চাই। আপানারা সবাই আমার জন‌্য দোয়া কর‌বেন। বাংলাদে‌শের উন্নয়‌নে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশর বাস্তবায়নে শেখ হা‌সিনার কোন বিকল্প নাই। আপনাদের কাছে আসন্ন ১২তম জাতীয় সংসদ নির্বাচ‌নে উন্নয়‌নের প্রতিক নৌকা মার্কায় ভোট চাই। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।