
বিশ্বকাপ জয়ের পর যেন ভূমিকাটা পাল্টে গেল লিওনেল মেসির! ফুলটাইম ফুটবলার থেকে যেন হয়ে গেলেন পার্টটাইম ফটোগ্রাফার! আর মেসির পার্টটাইম ফটোগ্রাফার হয়ে ওঠার সে মুহূর্তও এড়ায়নি বিশ্ব গণমাধ্যমের নজর।
৩৬ বছরের খরা কাটিয়ে মেসির হাত ধরে বিশ্বকাপ ঘরে ফিরেছে আর্জেন্টিনার। কাঙ্ক্ষিত ট্রফি নিজেদের করে নেওয়ার পর তা উদযাপনে বরাবরের মতো এবারও পরিবারের সদস্যদের পাশে রেখেছেন মেসি। স্ত্রী ও সন্তানদের উদযাপনের সেই মুহূর্তে স্মৃতির পাতায় ধরে রাখতে নিজেই ক্যামেরা হাতে নেন মেসি।
সামাজিক মাধ্যমে ভেসে বেড়ানো তেমনই এক ছবিতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন মেসির স্ত্রী রোকুজ্জো, আর তা ফ্রেমবন্দি করছেন মেসি নিজেই। মেসির সঙ্গে রয়েছে তার সন্তানেরাও।