
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে কৃষকলীগ নেতাকে পিটিয়ে আহত করা ও তার বসতঘরে হামলার ঘটনায় কালাইয়ার ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ মার্চ) কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান খান (২৩) কে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।
জানা গেছে, বুধবার (২২ মার্চ) উপজেলার কালাইয়া ইউনিয়নের মার্সেন্টপট্টি এলাকায় পটুয়াখালী জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুকে পিটিয়ে আহত করা হয়। এসময় তিনি দৌড়ে বাসায় ঢুকলে হামলাকারীরা তার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার (২২ মার্চ) মাগরিব নামাজ শেষে বাসায় যাচ্ছিলেন রেজাউল কামাল পল্টু। এসময় ২০ থেকে ২৫ জনের একটি দল তার পথরোধ করে লোহার রড ও স্টিলের পাইপ দিয়ে তার ওপর হামলা চালায়। সে নিজেকে রক্ষা করতে দৌড়ে নিজের বসতঘরে প্রবেশ করলে হামলাকারীরা বাসায় ঢুকে ভাঙচুর করে। তখন তাকে রক্ষা করতে তার স্ত্রী এগিয়ে আসলে তাকে পিটিয়ে আহত করে হামলাকারীরা।
আহত কৃষকলীগ নেতা রেজাউল কামাল পল্টু বলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ওপর হামলার ঘটনায় অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে আমি অংশগ্রহণ করি। এসময় আমি বক্তব্যে হামলাকারীদের শাস্তি দাবি করি। এর জের ধরে আমাকে হত্যার উদ্দেশে আমার ওপর হামলা করে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় আছি, সুষ্ঠু বিচারের দাবি করছি।
বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।