
ফেনীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১,৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আরও জব্দ করা হয়েছে ৯ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা।
৪ মে রাতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ফেনী-নোয়াখালী সড়কের পাঁচগাছিয়া ইউপির তেমুহানি এলাকায় অভিযান চালায়। এসআই (নিঃ) শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানে আরও অংশ নেন এসআই রেজোয়ানুল ইসলাম, এএসআই শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, আব্দুস সালামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
চেকপোস্টের সংকেত উপেক্ষা করে একটি সিএনজি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে চালকসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন- সিএনজি চালক মোঃ সাইফুল ইসলাম (৩৬), আরোহী আবু ছায়েদ (৩০) ও মোঃ আকবর ওরফে হৃদয় (২০)। তাদের হেফাজত থেকে খাকি রঙের কসটেপ মোড়ানো তিনটি পোটলায় মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা স্বীকার করে, তারা ফেনীর ছাগলনাইয়া থেকে পাইকারি দামে গাঁজা কিনে নোয়াখালীতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। মাদক বহনে ব্যবহৃত সিএনজি (রেজি: ফেনী থ-১১-৭০৭৩) জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১,৩৫,০০০ টাকা।
পুলিশ জানায়, অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।