
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে আলোচিত দুই শিক্ষার্থী খুনের ঘটনায় জরিত কিশোর গ্যাং এর সদস্য সৈকত (১৪) ও সিফাত (১৪) নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ভোর রাতে সিফাতকে সূর্য্যমনির ইন্দ্রকুল গ্রাম থেকে এবং সৈকতকে কালাইয়া থেকে গ্রেফতার করা হয়।
বাউফল থানার ওসি আল মামুন গ্রেফতারের সত্যতা শিকার করে বলেন, বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য গত বুধবার (২২ মার্চ) বাউফলের সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ (১৫), নাফিস (১৫) ও সিয়াম ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে বিকাল ৪টার পরে বাড়ি যাওয়ার পথে নবম শ্রেণির ছাত্র নাইম, রায়হান, হাসিবুল, সৈকত ও সিফাত গংরা তাদেরকে মারধরসহ এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে। এতে নাফিস ও মারুফ গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে মারা যায়। আহত সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।