Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বাউরা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত...

বাউরা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

January 07, 2025 07:44:37 PM   উপজেলা প্রতিনিধি
বাউরা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় বাউরা পুনমচাঁদ ভুতোরিয়া কলেজ মাঠে বাউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তাফিজুর লিমনের সভাপতিত্বে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. সামছুল আলম, পাটগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুর রহমান রাশেদ, পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশুল আজম বসুনিয়া আরশ, সহ বাউরা ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ জনতা।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে যুবকরা যখন মাদকের দিকে ঝুঁকে পড়ছে, তখন বাউরা ইউনিয়ন ছাত্রদল যে খেলার আয়োজন করেছে, তা মাদকমুক্ত যুব সমাজ গঠনে সহায়ক হবে। আমি তাদেরকে পাটগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।”