Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ‘বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত হবে’ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‘বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত হবে’

August 18, 2023 01:46:17 PM   নিজস্ব প্রতিবেদক
‘বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত হবে’

বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন তৈয়বপুর ৪নং ওয়ার্ডে আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে এ মন্তব্য করেন।

আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান কোবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা  ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ ইমতিয়াজ। আরও বক্তব্য রাখেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জতম আলী দেওয়ান, আশুলিয়া থানাযুবলীগের আহবায়ক কবির সরকার, আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক কাদের দেওয়া, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ সুমন ভুইঞা প্রমুখ।

প্রধান অতিথি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা এক কালো অধ্যায় রচনা করেছে। পৃথিবীতে এমন হত্যাকাণ্ড আর কোথাও ঘটেন। শুধু বাঙালি  জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের উপর কিছু বিপথগামী সেনা সদস্য অতর্কিত হামলা করে সবাইকে হত্যা করে। এই হত্যার মাধ্যমে বাঙালি জাতি হারিয়েছে এক অবিসংবাদীতনেতা। হত্যাকারীরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল দেশ হিসেবে পরিগণিত করবে।

বিশেষ অতিথি আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির সরকার বলেন, আজকে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হয়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীতে পরিচিতি লাভ করেছে। এবং স্বাধিনতা বিরুদ্ধে যারা কাজ করেছে তারা সবাই মিলে বাংলাদেশকে এখনো পাকিস্তান বানাতে চায়।

তিনি বলেন আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে পরে দেশ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ হবে। আগামী  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করে দেশের উন্নয়ন অগ্রগতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানান তিনি।