
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে মেয়র জাকির হোসেন সমর্থকগোষ্টি। শনিবার বিকেলে উপজেলার জোনাইল পোষ্ট অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাকির স্মার্ট কর্নারে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।
জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আল মামুনের সভাপতিত্বে সভায় সভায় বক্তব্য রাখেন, জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম জালাল, সাবেক সাধারণ সম্পাদক খেলাফত হোসেন মাষ্টার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু হেলাল, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক শামসুল আলম,ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাসান আলী, জোনাল ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন দুর্বার গতিতে উন্নয়নের দিকে এগিয়ে চলছে। তখনই বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের অপরাজনীতিতে মেতে উঠার অপচেষ্টা করছে। তারা আন্দোলনের নামে সাধারণ মানুষের জান মালের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। তাই বিএনপির সকল অপরাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান। সেই সাথে তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেনকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবিও জানান।