
বগুড়া প্রতিনিধি:
বিএনপির হাতে রাষ্ট্র নিরাপদ বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মীর শাহে আলম।
মঙ্গলবার (৪ মার্চ) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির আয়োজনে মাঝিহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ইউপি সদস্য রানা সোনার, আব্দুর রহিম ধলু, মানিক ফকির, আল রাহী, তাজুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান হেঞ্জেলার রহমান প্রমুখ।