Date: May 15, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় ভোটার উপস্থিতি বড় চ্যালেঞ্জ: শেষ দিনের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

বগুড়ায় ভোটার উপস্থিতি বড় চ্যালেঞ্জ: শেষ দিনের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

January 04, 2024 08:32:36 PM   জেলা প্রতিনিধি
বগুড়ায় ভোটার উপস্থিতি বড় চ্যালেঞ্জ: শেষ দিনের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

রায়হানুল ইসলাম, বগুড়া:
আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বগুড়ায়  ৭টি আসনে মোট ২৮ লক্ষ ৩০ হাজার ৬০৪জন ভোটার থাকলেও প্রকৃতপক্ষে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় তাদের অধিকাংশ ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। মোট প্রার্থী ৫৮জন হলেও অনেকেই নু্্যয়ে পড়েছেন।

বগুড়ায় হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু শেরপুর ধনুট এলাকার নৌকা প্রতীকে প্রায় ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন। তবে বগুড়া সদর ৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু এমপি আবারো স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দের জনপ্রিয়তার কাছে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন। একই সাথে সারিয়াকান্দি সোনাতলা এলাকার নৌকার মাঝি শাহাদারা মান্নান এমপি ত্রিমুখী লড়াইয়ের কবলে পড়েছেন। তিনি মূলত ঈগল প্রতীকে শ্যামল ও তবলা প্রতীকে শাহজাদি লিপির কাছে তুমুল ভাবে লড়ে যাচ্ছেন।

একইভাবে গাবতলী-শাহজাহানপুর এলাকার নৌকার মাঝি ডাক্তার মোস্তফা আলম নান্নু মূলত বিএনপি সাবেক নেতা ঈগল প্রতীকে সরকার বদলের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।

অপরদিকে জনপ্রিয় ইউটিউবার হিরো আলম এবার সাধারণ মানুষের আস্থা অর্জন করতে না পারলেও কাহালু-নন্দীগ্রাম এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লা নির্বাচনী দৌড়ি এগিয়ে রয়েছেন।

এদিকে শিবগঞ্জ এলাকার সংসদ সদস্য নাঙ্গল প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে ৫০% এর ওপর ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

বগুড়ার মোট ভোটার সংখ্যা ২৮ লক্ষ ৩০ হাজার ৬০৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪ লক্ষ ৫ হাজার ৪৬৯ জন, মহিলা ভোটার ১৪ লক্ষ ২৫ হাজার ১০৯ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ২৬ জন। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৫৮ জন।