
"জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়" এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বুধবার (১৪ মে) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ আরও অনেকে।
মেলায় জেলার বিভিন্ন উপজেলার ১০টি স্টল অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা ভূমিকম্প প্রতিরোধী ভবন, বিদ্যুৎ সাশ্রয়ী পানির পাম্প, জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল, ভূমিকম্পের আগাম সতর্কবার্তা, আগ্নেয়গীরির মডেলসহ নিজেদের উদ্ভাবিত বিভিন্ন মডেল উপস্থাপন করছে।
আগামী বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হবে।