
এম আব্দুল আকিম, বগুড়া:
বগুড়ার সাবগ্রাম কুরশা একে আজাদ স্কুল এন্ড কলেজে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ এর সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।
সুধী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের বগুড়া উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. শাহজাহান মিয়া।
সুধী ও অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে গড়তে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকেরা যত্ন নিবেন শিক্ষকরা জ্ঞানের আলো ছড়িয়ে দিবেন। আপনার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ একদিন এই কলেজ থেকে পড়াশোনা করে বেরিয়ে কেউ শিক্ষক হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করবে ও দেশের হয়ে কাজ করবে। শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি চলতে পারে না, শিক্ষা শিক্ষার্থীদের মনুষ্যত্বের বিকাশ ঘটায়।