
বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সাংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। জেলা প্রশাসক সাইফুল ইসলামে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, বগুড়া স্থানীয় সরকার উপপরিচালক মাসুদ আলী বেগ। এছাড়াও জেলা পরিষদ সদস্য পৌর কাউন্সিলর, সাংবাদিক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।