
বগুড়া সংবাদদাতা:
ধর্মীয় সংস্কারমূলক অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের পক্ষ থেকে হুজুগ-গুজব, মাদক, নারী নির্যাতন, সন্ত্রাস-জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতিসহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলা হেযবুত তওহীদের উদ্যোগে হেযবুত তওহীদের প্রকাশনা সংস্থা "তওহীদ প্রকাশন" এর প্রকাশিত পুস্তিকা, প্রকৃত ইসলামের ডাক (হ্যান্ডবিল) এবং বর্তমানে দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারি বই "ধর্ম ব্যবসার ফাঁদে" সহ বিভিন্ন ধরনের সময় উপযোগী প্রকাশনা নিয়ে এ ক্যাম্পেইন করা হয়। এই ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন, হেযবুত তওহীদের বগুড়া সদর উপজেলা সভাপতি (আমির) মো: রায়হানুল ইসলাম রায়হান। এতে অংশ নেন বগুড়া জেলা হেযবুত তওহীদের সাবেক সভাপতি হাফেজ মো. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি পিএম রতন, নারী বিষয়ক সম্পাদক মোছা: ফাতেমা আক্তার, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল যথাক্রমে মো. শাজাহান আলী মন্ডল, মো. আনোয়ার হোসেন, ডা. রেজাউল করিম, মো: বেলাল হোসেন, মো. নুরু ইসলাম পাইকার, মো. মুক্তার হোসেন, মোছা. চম্পা বেগম, মোছা: মিতু খাতুন, সাদিয়া আফরিন প্রমুখ।