
বাজারে বেড়েছে চাল, মুরগি ও ডিমের দাম
বাজারে চালের দাম বেড়েছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম ২ থেকে ৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চালের পাশাপাশি ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দামও বেড়েছে। তবে বিভিন্ন ধরনের সবজির দাম কিছুটা কমেছে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, দেশের বন্যাকবলিত জেলাগুলোতে ত্রাণ সরবরাহের জন্য চালের চাহিদা বেড়ে যাওয়ায় এ দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মোটা চালের চাহিদা এখন অনেক বেশি। ধানের দামও সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে চালের দাম বাড়ছে।
রাজধানীর তিনটি বাজারে দুই সপ্তাহ আগে প্রতি কেজি মোটা চালের (স্বর্ণা/২৮) দাম ছিল ৫০ থেকে ৫৪ টাকা। গতকাল তা বেড়ে ৫২ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। চিকন চালের (মিনিকেট) দামও কেজিতে ২ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। মোকাম ও পাইকারি পর্যায়েও কেজিপ্রতি চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে।
ব্রয়লার ও সোনালি মুরগির দামও বেড়েছে। দুই সপ্তাহ আগে ব্রয়লার মুরগির দাম ছিল ১৬০ থেকে ১৭০ টাকা কেজি, যা গতকাল ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগির দামও কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ২৫০ থেকে ২৬০ টাকা হয়েছে। ডিমের দামও ডজনপ্রতি ৫ টাকা বেড়ে ফার্মের ডিম ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে।
তবে বাজারে কিছু সবজির দাম কমেছে। বেগুন, বরবটি, করলা, কাঁকরোল, টমেটো, পেঁপে ও কাঁচা মরিচের দাম আগের চেয়ে কমে এসেছে।