Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রংপুরে বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রংপুরে বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

October 12, 2022 04:34:47 AM  
রংপুরে বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ইটভাটার ৫ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড়ের উত্তরে বত্রিশ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকরা পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই আকাশে মেঘ ছিল। এর মধ্যেই বকুল মিয়ার ইটভাটায় শ্রমিকরা কাজ করছিলেন। বিকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকানো শুরু হয়।

একপর্যায়ে বজ্রপাতে পাঁচজন মারা যান এবং একজন আহত হন।

মৃত ব্যক্তিরা হলেন- সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়ার বাদশা মিয়ার ছেলে নাজমুল হক (১৮), ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), আল আমিনের ছেলে শাহাদত হোসেন (২৫), আয়তাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৪) ও সোনাতলা কবুলপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে জলিল মিয়া (৪০)।

আহত মেহেদুল হক পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।