
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলছেন, বিদেশিরা আমাদের (বিএনপির) বন্ধু আর আওয়ামী লীগের প্রভু। বিএনপি সবসময় লক্ষ্য রাখছে যেন কোন বিদেশী শক্তি আমাদের শোষণ এবং শাসন না করতে পারে। বর্তমানে আওয়ামী লীগ সরকার বিদেশীদের প্রভু বানিয়ে রাখছে। একদিকে (প্রধান মন্ত্রী) শেখ হাসিনা বলে বিএনপির সঙ্গে বিদেশীদের কোন শক্তি নেই, আবার বলেন বিদেশিরা হচ্ছে বিএনপির চোখের মণি। আসলেই তিনি সত্য কথা বলছেন। আমাদের সঙ্গে বিদেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
ইতিপূর্বে আপনরা দেখছেন বাংলাদেশে সফররত মার্কিন কংগ্রেসের ২ সদস্যের সঙ্গে আমি (এ্যানি) নিজেই বৈঠক করছি।
শনিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় 'কেন্দ্রীয় বিএনপির' পদযাত্রা কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি চৌধুরী এ মন্তব্য করেন।
এ্যানি আরও বলেন- জিয়া পরিবারকে টার্গেট করা মানেই ভোটার বিহীন অবস্থানে নিয়ে যাওয়া। আজকে দেশে আইনের শাসন নাই। বিচার বিভাগের স্বাধীনতা নাই। ভোটার অধিকার নাই। যারা পার্লামেন্টে বসে আছে, তারা অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এরা ভোটার বিহীন সরকার। দখলদার সরকার। কর্তৃত্ববাদী সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে এ্যানি এসময় আরও বলেন- শেখ হাসিনার কথায় আর দেশ চলবে না। কারণ হাসিনা অবৈধ সরকার। অসাংবিধানিক সরকার। দিনের ভোট, রাতে ডাকাতি করে ক্ষমতায় বসে আছে। তারা আবার লাফালাফি করে পার্শ্ববর্তী দেশের দাদাদের পদায়ন করতে। আমাদের লক্ষ্য রাখতে হবে আন্তর্জাতিক রাজনৈতিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে।
এর-আগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় থেকে হাজার-হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ্যানি 'খালেদা জিয়ার' মুক্তি ও উন্নতমানের চিকিৎসার জন্য পদযাত্রা কর্মসূচি র্যালী বের করেন।
এ পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সাবউদ্দিন সাবু, হাছিবুর রহমান, নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, এ বিএম জিলানী, অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারীসহ প্রমুখ।