
বরিশালের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জনগণের স্বার্থে কাজ করতে চান। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বরিশালে দুর্নীতি সহ্য করা হবে না এবং জনগণের স্বার্থে সব প্রকল্প গুণগত মান নিশ্চিত করে সময়মতো শেষ করতে হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতার জন্য সাইনবোর্ডের মাধ্যমে জনগণকে অবহিত করার কথাও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক আরও বলেন, "ছাত্র আন্দোলনের স্পিড ধরে রেখে নতুন দেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছি। শহিদদের রক্ত বৃথা যেতে দেব না।"
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।