
রংপুরের পার্কের মোড়ে ৭৫ একর জায়গাজুড়ে বিস্তৃত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। প্রায় ৩৬ হাজার গাছের সবুজে ঢাকা এই ক্যাম্পাস এখন গ্রীষ্মের রঙিন ফুলে সেজেছে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মাঝেও প্রকৃতি যেন নতুন প্রাণের উচ্ছ্বাসে ভরে উঠেছে। কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, বাদরলাঠি, মণিমালা, বসন্তমঞ্জরীসহ নানা প্রজাতির ফুলে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কৃষ্ণচূড়া সড়কের সারি সারি কৃষ্ণচূড়া গাছে ফুটে থাকা রক্তিম ফুল ক্যাম্পাসকে দিয়েছে এক অন্যরকম আবহ। রাস্তার ধারে ঝরে পড়া ফুলের পাপড়িগুলো যেন প্রকৃতি নিজ হাতে বিছিয়ে দিয়েছে এক ফুলেল গালিচা। ঢাকনা ছাড়া লাল কৃষ্ণচূড়ার রক্তিম আভায় গাছের সবুজ পাতাগুলো যেন হারিয়ে গেছে। পুরো ক্যাম্পাসজুড়ে কৃষ্ণচূড়ার এই রাজত্ব শোভা ছড়াচ্ছে।
ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কের পাশে সারি সারি জারুল গাছের বেগুনি রঙের ঝলকানিতে এক অনন্য প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি হয়েছে। বাইরের দর্শনার্থীরা ক্যাম্পাসে প্রবেশের আগেই এই জারুল গাছগুলো যেন অভ্যর্থনার হাত বাড়িয়ে রাখে।
বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ রোড, স্মারক মাঠ, ভিসি মাঠ, আবাসিক হল ও একাডেমিক ভবন ঘিরে ডম্বিয়া, মণিমালা, বসন্তমঞ্জরী, সোনালুসহ নানা রঙের মনোমুগ্ধকর ফুল ফুটে আছে। ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন ও ভাইবার ক্লান্তি দূর করতে প্রকৃতি যেন নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছে।
নিজ ক্যাম্পাসের সৌন্দর্যে বিমোহিত অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী জারিন তাসনিম বলেন, “বেরোবিতে এসে প্রথমেই যে জিনিসটা আমার মন কেড়েছে তা হলো কৃষ্ণচূড়া রোড। সবুজের মাঝে লাল, দেখতেই অন্যরকম লাগে। আর জারুল ফুলের বেগুনি রঙের মায়া আমাকে সবসময় মুগ্ধ করে।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: রবিউল ইসলাম বলেন, “ক্যাম্পাসে বর্তমানে নানা রঙের ফুলে ভরে উঠেছে প্রকৃতি। প্রতিদিনের ক্লাস ও ব্যস্ততা শেষে যখন এই ফুলগুলো চোখে পড়ে, তখন মন সত্যিই প্রশান্তিতে ভরে যায়। এই সৌন্দর্য আমাদের একঘেয়েমি দূর করে, নতুন করে চিন্তা ও কাজের অনুপ্রেরণা জোগায়।”
রংপুরের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা গ্রীষ্মের এই রঙিন মুহূর্ত উপভোগ করতে ক্যাম্পাসে ভিড় করছেন। অনেকেই প্রিয়জনদের সাথে স্মৃতি ধরে রাখতে ক্যামেরাবন্দি হচ্ছেন।
গ্রীষ্মের রোদ শুধু পোড়ায় না, প্রকৃতিকে রাঙিয়ে তোলে নতুন ক্যানভাসে। প্রকৃতিই যেন শ্রেষ্ঠ শিক্ষক, যিনি রঙে, ঘ্রাণে আর ছায়ায় শেখায় কীভাবে ক্লান্তির ভিড়ে খুঁজে নিতে হয় প্রশান্তি।