Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিরামপুরে সেনাবাহিনীর কম্বল বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিরামপুরে সেনাবাহিনীর কম্বল বিতরণ

January 08, 2025 06:43:50 PM   উপজেলা প্রতিনিধি
বিরামপুরে সেনাবাহিনীর কম্বল বিতরণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় জোতবানী ইউনিয়নের চাকুল নারুলী নুরুল হুদা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের খোলাহাটি ক্যান্টনমেন্টের ৭ হর্স ইউনিটের উপ-অধিনায়ক ও মধ্যপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম আশিক-উজ-জামান, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, ৭ হর্স ইউনিটের ক্যাপ্টেন রায়হান-উল-হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এনামুল হক চৌধুরী এবং জোতবানী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে ২০০ জন স্থানীয় হতদরিদ্র ব্যক্তি এবং দুটি এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।