Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিরামপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি ভরাট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিরামপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি ভরাট

February 13, 2025 08:24:15 PM   উপজেলা প্রতিনিধি
বিরামপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি ভরাট

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জায়গা দখল করে মাটি ভরাট করছেন বিরামপুর পৌর শহরের চাঁদপুর মহল্লার বাসিন্দা ও আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ইটভাটা মালিক মনিরুজ্জামান মনা।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্বৈরাচার ও ফ্যাসিস্টদের দোসররা এখনো কীভাবে দাপট দেখিয়ে সরকারি জায়গা দখল করছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, ঘোড়াঘাট রেলঘুমটি এলাকায় শারমিন ফিলিং স্টেশনের দক্ষিণে আঞ্চলিক মহাসড়কের ব্রিজের মুখে সওজের বেশ কিছু সরকারি জায়গা দখলের উদ্দেশ্যে মেসি ট্রাক্টরে করে মাটি এনে নিচু জায়গা ভরাট করা হচ্ছে।

এ বিষয়ে সরকারি জায়গায় মাটি ভরাটকারী মনিরুজ্জামান মনা মুঠোফোনে জানান, মহাসড়ক সংলগ্ন সওজের জায়গার পেছনে তার ফসলি জমি রয়েছে, সেজন্য সামনের জায়গা ভরাট করছেন। তবে সওজের জায়গায় মাটি ভরাটের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কোনো অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।

বেআইনিভাবে সরকারি জায়গায় মাটি ভরাটের খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট বন্ধ করে দেন এবং ফেলা মাটি সরিয়ে ফেলতে নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে সার্ভেয়ার জাহাঙ্গীর আলম জানান, “মনিরুজ্জামান মনা আমাকে তার জমির কোনো সীমানা বা কাগজপত্র দেখাননি।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনকে মুঠোফোনে বিষয়টি জানানো হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।