Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে অব্যবস্থাপনায় নিরাপত্তার কারণে বিপিএলের জয়ের উৎসব পণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে অব্যবস্থাপনায় নিরাপত্তার কারণে বিপিএলের জয়ের উৎসব পণ্ড

February 10, 2025 06:45:48 PM   অনলাইন ডেস্ক
বরিশালে অব্যবস্থাপনায় নিরাপত্তার কারণে বিপিএলের জয়ের উৎসব পণ্ড

আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে বরিশালে পণ্ড হয়ে গেছে বিপিএলের শিরোপা জয়ের উৎসব। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের উপলক্ষে রবিবার (৯ ফেব্রুয়ারি) নগরীর বেলস পার্ক মাঠে আয়োজন করা হয়েছিল এই উৎসব। ট্রফি প্রদর্শন এবং দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কনসার্টের আয়োজনের কথা ছিল।

তবে, লাখো জনতার ভিড় সামলানোর জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং আয়োজকদের অব্যবস্থাপনায় শেষ পর্যন্ত কোনো কার্যক্রমই সফলভাবে সম্পন্ন করা যায়নি। বিক্ষুব্ধ জনতা জুতা ও চেয়ার নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করে, ফলে পণ্ড হয়ে যায় পুরো আয়োজন।

শুক্রবার রাতে ঢাকায় চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জেতে ফরচুন বরিশাল। রবিবার দুপুরে আকাশপথে দলের সদস্যরা ট্রফি নিয়ে বরিশাল বিমানবন্দরে পৌঁছান। এদিকে, বেলস পার্কে চলছিল জয়োৎসবের প্রস্তুতি, যেখানে হাজারো জনতা ট্রফি এবং খেলোয়াড়দের দেখার জন্য অপেক্ষা করছিল।

বিকেল ৩:৪৫ মিনিটের দিকে ট্রফিসহ ফরচুন বরিশাল টিম এবং টিমের মালিক মিজানুর রহমান মঞ্চে পৌঁছান। এ সময় দুর্বল নিরাপত্তা বেষ্টনি ভেঙে হাজারো জনতা মঞ্চের কাছাকাছি চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

মঞ্চে তখন উপস্থিত ছিলেন বরিশাল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. মোয়াজ্জেম হোসাইন, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তা। হুড়োহুড়ি ও চেয়ার নিক্ষেপের ঘটনায় সংবাদকর্মীসহ অন্তত ১০ জন আহত হন।

ট্রফি নিয়ে খেলোয়াড়রা মঞ্চ ত্যাগ করার পর ক্ষুব্ধ জনতা মঞ্চ লক্ষ্য করে জুতা ও চেয়ার নিক্ষেপ করে। মুহূর্তেই পণ্ড হয়ে যায় পুরো আয়োজন। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজকদের অব্যবস্থাপনাই এই পরিস্থিতির জন্য দায়ী বলে অভিযোগ করেন উপস্থিতরা। একইসঙ্গে সুন্দর একটি আয়োজন ভেস্তে যাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তারা।

এ বিষয়ে আয়োজক বা প্রশাসনের কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে, বিমানবন্দরে ট্রফি নিয়ে পৌঁছানোর পর ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বলেন, বরিশালে ক্রিকেটের উন্নয়নে অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে এবং শিশুদের জন্য একটি ক্রিকেট একাডেমি করার কথাও জানান তিনি।