Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে কমছে না তীব্র যানজট, বাড়ছে সড়ক দুর্ঘটনা: পথচারীদের ভোগান্তি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে কমছে না তীব্র যানজট, বাড়ছে সড়ক দুর্ঘটনা: পথচারীদের ভোগান্তি

September 09, 2024 08:07:32 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে কমছে না তীব্র যানজট, বাড়ছে সড়ক দুর্ঘটনা: পথচারীদের ভোগান্তি

বরিশালে হাইওয়ের রাস্তা সম্প্রসারণ করা হলেও কমছে না তীব্র যানজট। এর ফলে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে এবং সাধারণ পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। নগরীর বিভিন্ন মেইন পয়েন্টে যানজটের কারণে সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে, আর জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার একপাশ থেকে অন্যপাশে পার হতে হচ্ছে পথচারীদের।

বিশেষ করে বরিশাল নগরীতে অবৈধ হলুদ অটোরিকশার বেপরোয়া চলাচল যানজটের মূল কারণ হিসেবে উঠে এসেছে। রুপাতলী গোলচক্কর ও চৌমাথার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোরিকশাগুলো রাস্তার ওপর থেমে যাত্রী উঠানামা করায় ঘন্টার পর ঘন্টা যানজট তৈরি হচ্ছে। ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

লঞ্চঘাট হাইওয়ের পাশের রাস্তা দখল করে রেখেছে অবৈধ অটোরিকশাচালকরা। এ বিষয়ে মোঃ ইব্রাহিম নামে এক পথচারী বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ট্রাফিক আইন নিয়ন্ত্রণে ছিল, তখন খুব একটা যানজট ছিল না। সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারত।"

এ বিষয়ে ট্রাফিক পুলিশ মোঃ আসাদ জানান, "আমরা যানজট কমানোর জন্য দ্রুত কাজ করছি। অবৈধ অটোরিকশাগুলোর কাগজপত্র চেক করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"

যদিও কর্তৃপক্ষের উদ্যোগ অব্যাহত রয়েছে, তবুও বরিশালবাসী যানজট ও সড়ক দুর্ঘটনার কবল থেকে মুক্তির জন্য কার্যকর সমাধানের অপেক্ষায় রয়েছেন।