Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে ছাত্রদল-শ্রমিকদলের মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে ছাত্রদল-শ্রমিকদলের মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

November 05, 2023 06:59:11 PM   জেলা প্রতিনিধি
বরিশালে ছাত্রদল-শ্রমিকদলের মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

বরিশালে বিএনপি-জামায়াত ও সরকারবিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শুরু হয়েছে। দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন বরিশালে রবিবার সকালে মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও শ্রমিকদল। নগরীর সিএনবি রোডে ছাত্রদল ও বান্দ রোডে শ্রমিক দল মিছিল করে।

ছাত্রদলের মিছিলের একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে এটি ছত্রভঙ্গ হয়ে যায়। নগরীর প্রধান প্রধান পয়েন্টে অবস্থান করছে পুলিশ। অপ্রীতিকর কোনো ঘটনা ঠেকাতেই সতর্ক অবস্থানে রয়েছে তারা। সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশি।

এদিকে দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে বরিশালে সীমিত আকারে চলাচল করছে বাস। নগরীর রুপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। একই অবস্থা লঞ্চের ক্ষেত্রেও। বরিশাল নৌবন্দর থেকে ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ। তবে, লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য।বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছ। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহণ এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল জোনের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, লঞ্চ চলাচল স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে নিয়ম অনুযায়ী ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে। তবে, অন্যান্য দিনের তুলনায় যাত্রী কম বলে জানান তিনি।

অবরোধের বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘স্বাভাবিক নিয়মে বরিশালে যানবাহন চলছে। এখন পর্যন্ত বরিশালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ‘সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি।’