Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

March 03, 2025 07:43:04 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

বরিশাল নগরীর কাউনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুরুজ গাজী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার সাথে থাকা নয়ন হাওলাদার নামের আরেক যুবককে কুপিয়ে জখম করা হয়। পরে ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন জালিয়ে দেয়। এ ঘটনা রবিবার রাতে নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে ঘটে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে বসে সুরুজ গাজী ও শাহিন হাওলাদার ওরফে সোনা শাহিনের মধ্যে জমি বিক্রি সংক্রান্ত জালিয়াতি নিয়ে কথা কাটাকাটি হয়। এই তর্কাতর্কির জেরে শাহিনের স্ত্রী সাবানা, বড় ছেলে ইমরান এবং ছোট ছেলে লিয়ন দেশীয় অস্ত্র রাম দা নিয়ে সুরুজ গাজীর উপর আক্রমণ করেন। তাদের আক্রমণে সুরুজ ও নয়ন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুরুজের মৃত্যু হয়। নয়নকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ঘটনাটির পর ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের দল আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, “খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে অভিযুক্তদের বাড়িতে আগুন নেভানোর চেষ্টা চলছে।”