Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশাল নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৩ জেলেকে কারাদণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশাল নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৩ জেলেকে কারাদণ্ড

October 18, 2023 08:03:20 PM   উপজেলা প্রতিনিধি
বরিশাল নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৩ জেলেকে কারাদণ্ড

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২৩ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৫৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার ১৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী,পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় মৎস্য অফিসের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৭ অক্টোবর) বরিশাল বিভাগে ১১৬টি অভিযানে ৪৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৭৯৪ কেজি ইলিশ, এক লাখ ৬২৩ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া বরিশালের ২৩ জন, পটুয়াখালীতে সাতজন, ঝালকাঠিতে একজন ও ভোলায় দুজনের বিরুদ্ধে মোট ৩৩টি মামলা হয়েছে। পাশাপাশি বরিশাল জেলার ১৮ জন ও পটুয়াখালী জেলার পাঁচ জেলেসহ মোট ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১২টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৯৩টি মাছঘাট, ৩৩১টি আড়ত ও ২০৮টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।