
বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বরিশাল বিএম কলেজের মাস্টাররোল কর্মচারীরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মবিরতি পালন করেন তারা।এ সময় সরকারি বেসরকারি কর্মচারী ইউনিয়ন বরিশাল বিভাগীয় সভাপতি ইউসুফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবুল বাশার, জয়দেব ও শিউলী আক্তার-সহ অন্যরা।
বক্তারা বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর, দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ-সহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।মাস্টাররোল কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতির কারণে বিএম কলেজে প্রশাসনিক কাজে স্থবিতরার সৃষ্টি হয়।
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন বরিশাল বিভাগীয় সভাপতি ইউসুফ মোল্লা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।