Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান

February 10, 2025 06:53:29 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান

বরিশাল প্রতিনিধি:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর আমতলা মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিশেষ চেকপোস্ট অভিযানে যানবাহনের বেপরোয়া গতি, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, হাইড্রলিক হর্ণ ব্যবহার, ওভারলোডসহ বিভিন্ন অপরাধের জন্য সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা ও জরিমানা প্রদান করা হয়।

এছাড়া, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী এবং পথচারীদের সচেতন করার পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট অভিযান নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তির বার্তা এনেছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।