
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন কলেজ পাড়ায় প্রতিষ্ঠিত হেরার নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বাদ আছর মাদ্রাসার হল রুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুখলেছুর রহমান হামিদী। প্রধান অতিথি ছিলেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতী মোবারকউল্লাহ (দাঃ বাঃ)। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ এনায়েত উল্লাহ নূর (দাঃ বাঃ)। প্রধান বক্তা ছিলেন জেলা জামে মসজিদের খতিব আল্লামা মুফতী সিবগাতুল্লাহ নূর।
এ বছর মাদ্রাসা থেকে ১০ জন হাফেজ পাগড়ী পেয়েছেন। তারা হলেন — হাফেজ মো. নিজামুল ইসলাম নাবিল, হাফেজ মো. উমায়ের খান, হাফেজ মো. ফাহিম খান, হাফেজ মো. আরাফাত, হাফেজ মো. জিহাদুল ইসলাম, হাফেজ মো. মুজাহিদুল ইসলাম, হাফেজ মো. খালেদ সরকার, হাফেজ মো. হাবীব চৌধুরী, হাফেজ মাহমুদুল হাসান ও হাফেজ মো. আইমান শামস।
সবশেষে প্রধান অতিথি দেশ, জাতি ও মাদ্রাসার সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।