Date: May 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা আটক

May 19, 2025 10:00:19 PM   অনলাইন ডেস্ক
বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা আটক

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে মেডিকেল ভিসায় ভারতে পালানোর সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২) গ্রেপ্তার হয়েছে। সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জামিল আহম্মেদের পাসপোর্ট স্টপ লিস্টে থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে জানা যায়, তার বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে স্টপ লিস্টে থাকার কারণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, গোবিন্দগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে জামিল আহম্মেদকে তাদের কাছে হস্তান্তর করা হবে।