
সদর সংবাদদাতা, বরিশাল:
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আহত হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়ার জোলাখালি খেয়াঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে নলচিঠি থানা ওসি আতাউর রহমান ছুটে যান ঘটনাস্থলে। পরে আহতদের বরিশাল শেরে ই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান।
জানা যায়, চট্টগ্রাম থেকে কুয়াকাটা গামী ইতি পরিবহনের সঙ্গে নলছিটি থেকে বরিশাল গামী হিযবুল্লাহ পরিবহন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কুয়াকাটা গামী ইতি পরিবহনের চালক বেপোয়ারাভাবে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে বাস দুটি পুলিশ হেফাজতে আছে জানান তারা।