Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বেলকুচিতে আ.লীগ নেতাকে হাতুরিপেটা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেলকুচিতে আ.লীগ নেতাকে হাতুরিপেটা

June 13, 2023 08:13:10 PM   উপজেলা প্রতিনিধি
বেলকুচিতে আ.লীগ নেতাকে হাতুরিপেটা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রউফ (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে হাতুরি দিয়ে মারপিট করেছে দুর্বত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের রানীপুড়া বাজারে এ ঘটনা ঘটে। আব্দুর রউফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও রানীপুড়া গ্রামের মৃত রবি শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা হযরত আলীর ভাতিজা মনিরুল ইসলাম ও তার বাবা আব্দুল কুদ্দুস হাতুরি দিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রউফকে মারপিট করে। এসময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তাকে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে রউফকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় বেলকুচি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, মোবাইল ফোনে একজন বিষয়টি জানিয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পায়নি।  লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।