Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বেলকুচিতে ছেলের কোদালের আঘাতে পিতা নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেলকুচিতে ছেলের কোদালের আঘাতে পিতা নিহত

August 28, 2023 08:02:48 PM   উপজেলা প্রতিনিধি
বেলকুচিতে ছেলের কোদালের আঘাতে পিতা নিহত

সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরে পুত্রের কোদালের আঘাতে আশরাফ আলী (৫৫) নিহত হয়েছে। রোববার রাতে বেলকুচি উপজেলার গোপরেখী গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক ছেলে মুছা (৩৫) কে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।

রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এনায়েতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।

নিহতের পারিবার সুত্রে জানা যায়, দীর্ঘ দিন মুছা ও তার মায়ের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। আজ রাতে মুছা ও তার মায়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতন্ডায়ের এক পর্যায়ে তার বাবা আশরাফ আলী এগিয়ে আসলে পাশে থাকা কোদাল দিয়ে ছেলে বাবার মাথায় আঘাত করে। এতে আশরাফ আলী মারাত্মক ভাবে আহত হোন।পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে তার মৃত্যু হয়।

এনায়েতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, পরিবারিক কলহের জেরে ছেলে মুছার কোদালের আঘাতে বাবা নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ঘাতক ছেলেকে আটক করেছি। নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।