
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে এক নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার সবর্ণসাড়া মহা শ্মশান এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানাযায়, নবজাতকের লাশটি সূবর্ণসাড়া মহা শ্মশানের পাশে একটি ডোবার পানিতে ভাসছিল। পরে আমরা এটি দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার খাইরুল বাশার জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করেছি। তবে এর কোন ওয়ারিশ বা অভিযোগ না থাকায় লাশটি দাফন করা হবে।