Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলা শ্রমিকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলা শ্রমিকের মৃত্যু

July 16, 2023 08:42:27 PM   উপজেলা প্রতিনিধি
বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলা শ্রমিকের মৃত্যু

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩৮) নামের এক মহিলা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার  সকাল ১১ টার সময়  বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া দক্ষিণপাড়া আবদীন মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন উপজেলার দৌলতপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

নিহতের স্বামী এরশাদ আলী জানান, আছিয়া দীর্ঘদিন ধরে ধুকুরিয়াবেড়া গ্রামের আবদীন মোল্লার বাড়িতে সুতার নলির মেশীনে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ কাজে এসে মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, সুতা তোলার মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে  আছিয়া খাতুন নামের এক মহিলা শ্রমিকে মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।