Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বেলকুচিতে শহীদ মিনার উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেলকুচিতে শহীদ মিনার উদ্বোধন

May 26, 2023 07:34:30 PM   উপজেলা প্রতিনিধি
বেলকুচিতে শহীদ মিনার উদ্বোধন

সবুজ সরকার:
সিরাজগঞ্জের বেলকুচিতে পৌরসভার অর্থায়নে নব- নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে শহীদ মিনারের উদ্বোধন করা হয়। সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাতুল ভূইয়ার সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, সন্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজল হোসেন মিয়া, বেলকুচি পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী, কাউন্সিলর মাহবুবুল আজাদ তারেক সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর স্বর্ণা পারভীন, উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক যুগ্ন- আহব্বায়ক এস এম ফারুক সরকারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।