Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / বেলজিয়ামকে হারিয়ে হকিতে বিশ্বসেরা জার্মানি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেলজিয়ামকে হারিয়ে হকিতে বিশ্বসেরা জার্মানি

January 30, 2023 06:01:07 PM   স্পোর্টস ডেস্ক
বেলজিয়ামকে হারিয়ে হকিতে বিশ্বসেরা জার্মানি

বেলজিয়ামের কসিনস টাঙ্গুইয়ের হিট পোস্টের বাইরে যেতেই আনন্দে দুই হাত তুলে ধরলেন জার্মানির গোলরক্ষক জাঁ পল ডানেবার্গ। ততক্ষণে মুখে হাত চেপে কান্নায় ভেঙে পড়েছেন টাঙ্গুই। আর উচ্ছ্বাসে ভেসে সতীর্থদের সঙ্গে আনন্দে মেতে উঠলেন জার্মানির গোলরক্ষক। বিশ্বকাপ হকির শ্বাসরুদ্ধকর ফাইনালের শেষ দৃশ্য এটি।  হকির বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন জার্মানি। ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত হকি বিশ্বকাপের ফাইনালে আজ ‘সাডেন ডেথে’ বর্তমান চ্যাম্পিয়ন বেলজিয়ামকে ৫-৪ গোলে হারিয়েছে জার্মানি। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় ৩-৩ গোলে সমতা ছিল ম্যাচ। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ও জার্মানি। সেখানেও দুই দলের খেলায় ছিল ২-২ গোলে সমতা।  এটি জার্মানির তৃতীয় শিরোপা। এর আগে ২০০২ ও ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। ১৩ জানুয়ারি ভুবনেশ্বরে শুরু হয়েছিল হকি বিশ্বকাপ। চার গ্রুপে ভাগ হয়ে খেলেছে ১৬টি দল—আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, জার্মানি, দক্ষিণ কোরিয়া, জাপান, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, চিলি, ইংল্যান্ড, ভারত, স্পেন ও ওয়েলস। নেদারল্যান্ডস  হয়েছে তৃতীয়। 
স্বাগতিক ভারত ও আর্জেন্টিনা হয়েছে যুগ্মভাবে নবম। বিশ্বকাপে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন পাকিস্তান অবশ্য এবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতেই পারেনি। সর্বশেষ গত আসরে ২০১৮ সালে ১২তম স্থান পেয়েছিল পাকিস্তান।
আজকের ফাইনালটা হয়েছে রোমাঞ্চের। বেলজিয়াম শুরুতে ২–০ গোলে এগিয়ে গিয়েছিল। গোল করেছিলেন ফন ফ্লোরেন্ত ও কসিনস টাঙ্গুই। পিছিয়ে পড়া জার্মানি এরপর সমতায় ফেরে দারুণভাবে। নিকলেস ওয়েলেন করেন ২-১।  এরপর ৪১ মিনিটে পিয়ালাত গনজালোর গোলে সমতায় ফেরে তারা। ৪৮ মিনিটে ম্যাটস গ্রামবুশের গোলে স্কোরলাইন ৩–২ করে ফেলেছিল জার্মানি। বেলজিয়ামকে ৫৯ মিনিটে আবারও সমতায় ফেরান টম বুন। এরপর ফাইনাল গড়ায়  পেনাল্টি শুট আউটে। সেখানেও নাটক। শুট আউটে দুই দলের স্কোর ছিল ৩-৩। সাডেন ডেথে বেলজিয়াম নিজের সুযোগ নষ্ট করলে এগিয়ে যাওয়া জার্মানিই হাসে শেষ হাসি।
বেলজিয়ামের এই দলটাকে বলা হচ্ছে সোনালি প্রজন্ম। ২০২১ সালে বেলজিয়াম জিতেছিল টোকিও অলিম্পিকে সোনা। ২০১৮ সালে এই ভুবনেশ্বরেই জিতেছিল প্রথম বিশ্বকাপ। এবারও শিরোপা ধরে রাখার অভিযানে ভারতে এসেছিল তারা। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছে বেলজিয়াম। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা দলটি আজ ফাইনালেও ট্রফিতে চোখ রেখে এগোচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে পারল না বেলজিয়াম।