
কলারোয়া প্রতিনিধি, সাতক্ষীরা:
বাংলাদেশ কংগ্রেসের কলারোয়া উপজেলা শাখার অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুলাই) বিকাল ৪টায় উপজেলার তুলসীডাঙ্গায় আলিয়া মাদ্রাসার বিপরীত পার্শ্বে বাংলাদেশ কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড ইয়ারুল বলেন, বর্তমান সময়ে রাজনীতি একটি ব্যবসায় পরিণত হয়েছে। যেটা থেকে বেরিয়ে আসার তেমন কোন সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে সব জায়গাতেই শুধু দুর্নীতি। কেউই ভাবে না এ দেশকে নিয়ে, এদেশের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষগুলোকে নিয়ে। এভাবে তো চলতে পারেনা । একটা দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই আসুন সোনার বাংলা, স্বনির্ভর বাংলা, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ কংগ্রেস এ যোগ দিয়ে সোনার বাংলা করার শপথ গ্রহণ করি।