Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ‘বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই সমান অধিকার ভোগ করবে’ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‘বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই সমান অধিকার ভোগ করবে’

February 16, 2025 07:18:05 PM   উপজেলা প্রতিনিধি
‘বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই সমান অধিকার ভোগ করবে’

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ সবার, এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই সমান অধিকার ভোগ করবে -এ কথা উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন, "এই দেশ লক্ষ লক্ষ শহীদের রক্ত, মা-বোনের সম্ভ্রম ও মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে। অথচ গত পনেরো-ষোল বছরে আমরা কী পেলাম? এদেশে গণতন্ত্র ছিল না, কথা বলার অধিকার ছিল না। কিন্তু আমরা স্বাধীন দেশের নাগরিক, এখানে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার থাকবে, থাকবে মতপ্রকাশের স্বাধীনতা।"

শনিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার বোয়ালী নরেন্দ্র নারায়ণ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "আমাদের নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে যে রাজনীতি গড়ে তুলেছিলেন, সেখানে হিংসা-বিদ্বেষের কোনো স্থান ছিল না। গণতন্ত্রে কিংবা ধর্ম পালনে কোনো হস্তক্ষেপ থাকা উচিত নয়।"

কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।

বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খানের সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বিধান কৃষ্ণ বর্মন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সুত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন, চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডি জি রাব্বানী, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার উদ্দিন বাবুল, গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।