
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের ঘিওর উপজেলা গ্রাম আদালতের আয়োজনে ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টায় বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত প্রকল্পের ঘিওর উপজেলা সমন্বয়কারী ধনঞ্জয় মণ্ডলের সঞ্চালনায় এবং বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আওয়াল খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের জেলা ম্যানেজার মো. জহির উদ্দিন, ইউপি প্রশাসন কর্মকর্তা সবুজ কুমার সাহা, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঘিওর প্রেস ক্লাবের সাংবাদিক আল মামুন ও হুমায়ুন খালিদ খান সবুজ।