
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইজারে বালিয়া পাড়া উচ্চ বিদ্যালয় এবং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপি এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু গোপাল মল্লিকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
আগামী প্রজন্মের জন্য সুস্থ্য সুখী সমাজ গঠনে শিক্ষার উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বাবু বলেন, আজকের শিক্ষিত জাতিই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করবে। সেই সাথে আড়াইহাজারের সর্ব স্তরের মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সে জন্য তিনি সকলের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অন্যদিকে প্রতিষ্ঠানের সভাপতি দেলোয়ার হোসেন তার সমাপনী বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের পড়াশোনার মান আরো বৃদ্ধি করতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী সকলের প্রচেষ্টায় শতভাগ পাশ নিশ্চিত করতে চেষ্টা করবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রামন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাক মিয়া, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জামান মোল্লা, দেলোয়ার হোসেন, হেদায়েত উল্লাহ মোল্লা, মোঃ আরিফুল ইসলাম মোল্লা, জহিরুল ইসলাম,মোস্তাক আহমেদ মনির,শ্রী বাবুল চন্দ্র মল্লিক, মোঃ রুহুল আমিন খান,আন্জুমান আহমেদ,তৈয়বুর রহমান ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম পর্বের শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী ছাত্রী দের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।