Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বালিয়াডাঙ্গীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বালিয়াডাঙ্গীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

March 09, 2023 01:00:06 AM   দেশজুড়ে ডেস্ক
বালিয়াডাঙ্গীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক কালি মন্দিরের পাশে কাঁঠাল গাছের ডাল থেকে বেলা রাণী (২৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৮ মার্চ) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ভোটপাড়া কালী মন্দিরের পাশে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু ওই গ্রামের কৃপণ সিংহের স্ত্রী ও পাড়িয়া ইউনিয়নের সোলাবন্দর গ্রামের সাধু যিশু রামের মেয়ে।

নিহত বেলা রাণীর স্বামী কৃপণ সিংহ বলেন, মঙ্গলবার রাতে দোল পূজার গান শুনে আমি আর আমার স্ত্রী বাড়ি এসে শুয়ে পড়ি। পরে কখন ঘর থেকে বের হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলতে পারি না। তবে আগে থেকেই সে পূর্ণিমা ও অমাবস্যা সময় কেমন জানি অস্বাভাবিক আচরণ করতো। হয়ত আজকেও সেটার কারণে এ ঘটনা ঘটিয়েছে।

প্রতিবেশি চম্পা রাণী বলেন, নিহত গৃহবধূ আমার বৌদি হয়। পূর্ণিমা ও অমাবস্যা সময় সে উল্টাপাল্টা কথা বলে, অস্বাভাবিক আচরণ করে। এবং অনেক সময় ঘর থেকে বের হয়ে যায়।

নিহত বেলা রাণীর বাবা সাধু যিশু রাম বলেন,আমার মেয়েকে হয়তো কালো বাতাস লাগেছিল। এ ঘটনায় আমার কোন অভিযোগ নেই।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।