
বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম:
বাঁশখালীতে বনবিভাগের অভিযানে সরকারি বনের গাছ কর্তন করায় ৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে
পুইছড়ি বিট কর্মকর্তা ফখরুল ইসলাম অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বিট কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম বাঁশখালীর পুইছড়ি বনবিভাগের বিট কর্মকর্তা ফখরুল ইসলাম গোপন সংবাদের ভিওিতে বিট বিট কর্মকর্তা ফখরুল ইসলাম তার স্টাফসহ পুইছড়ি বানাপ্রাণী অভয়ারণ্য বিটের জঙ্গলে অভিযান চালান। এসময় পুইছড়ি মৌজার আরএস দাগ নং ৫৬১ (বান্দর মারানামক এলাকায়) এর সংরক্ষিত বনে ১৫-২০ জন গাছটিল। বিট কর্মকর্তাদের উপস্থিতি টের পের বাকিরা পালিয়ে গেলেও ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ সুজন (২৯), আব্দুল লতিফ (৩২), মনজুর আলম (৩৩), মোঃ আজিম উদ্দিন (৩৪), পারভেজ (৩২), কাইছার (৩১) ও মোঃ তৈয়ব (২৮)।
সরকারি গাছ কর্তন ও পাচারের অপচেষ্টার দায়ে তাদের বিরুদ্ধে ১৯২৭ সনের বন আইন (২০০০ সনে সংশোধিত) ২৬ (১) (খ) ও ২৬ (১ক) এর (খ) (ঘ)ধারা পি ও আর বন মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।